ফেনীর শুভপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের তারেক রহমানের অনুদান

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০০:১৭ আপডেট: : ১৩ নভেম্বর ২০২৫, ০০:২১
ছবি: বাসস

ফেনী, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার  ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

আজ বুধবার দুপুরে তার পক্ষ থেকে  ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ। 

পরিদর্শনকালে রফিকুল আলম মজনু বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিষয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন তিনি। তারেক রহমান ক্ষতিগ্রস্তদের নতুন ঘর নির্মাণ করার জন্য দুই লক্ষ টাকা অনুদান দিয়েছেন।

এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।

এসময়  উপজেলা বিএনপির আহবায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মো. আলমগীর, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কফিল উদ্দিন সরকার, ফেনী জেলা মহিলা দলের আহবায়ক জুলেখা আক্তার ডেইজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহানারা আক্তার, সদস্য সচিব জয়নব বানু, ছাগলনাইয়া উপজেলা মহিলা দলের আহবায়ক রাশেদা আক্তার রুমা, সদস্য সচিব খাদিজা আক্তার সুমি, পৌর আহ্বায়ক নুসরাত মাজেদা নিশি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান আজাদ, যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিন ভূঁইয়া ও আবুল কাশেম সোহাগ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন পাটোয়ারী এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক নাদিম উদ্দিন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেনীর শুভপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের তারেক রহমানের অনুদান
নিলামে অবিক্রিত সাবেক এমপিদের ৩১ বিলাসবহুল গাড়ি যাচ্ছে জনপ্রশাসনে 
সিরাজগঞ্জে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান টুকু
এ সপ্তাহের মধ্যেই বিএনপির সঙ্গে আসন সংক্রান্ত আলোচনা হবে:  মান্না 
রূপসায় কোস্ট গার্ডের অভিযানে নিখোঁজ ট্রলার যাত্রীর মৃতদেহ উদ্ধার
সাভার ও ধামরাইয়ে নাশকতা ঠেকাতে মহাসড়কে চেকপোস্ট: ৭ জন গ্রেফতার
বৃহস্পতিবার স্বাভাবিকভাবে খোলা থাকবে শপিংমল ও বাজার
দেশের নিরাপত্তা ও উন্নয়নের পরিপূরক শক্তি বাংলাদেশ আনসার ও ভিডিপি : মহাপরিচালক
প্রধান উপদেষ্টা নতুন কুঁড়ি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন কাল
মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নিরলস কাজ করছে এমআরটি পুলিশ
১০