
নাটোর, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস): ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ প্রতিপাদ্যে নাটোরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার সকাল দশটায় নাটোর ডায়াবেটিক সমিতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ডা. তাহমিদুল ইসলাম।
নাটোর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ পরিদর্শক সাইদুর রহমান এবং ডা. আব্দুল্লাহ্ আল মাহমুদ রোজ।
সভায় বক্তারা বলেন, দেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এখনো অনেক মানুষ তাদের ডায়াবেটিসে আক্রান্তের বিষয়টি অবগত নন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্বসহ বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই ডায়াবেটিসের ঝুঁকি ও ক্ষতির প্রভাব থেকে রক্ষা পেতে ডায়াবেটিসের কারণ, লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে হবে।
এর আগে নাটোর ডায়াবেটিক সমিতি হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হওয়া পদযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে ডায়াবেটিক সমিতি হাসপাতালে গিয়ে শেষ হয়।
দিবসটি উপলক্ষ্যে নাটোর ডায়াবেটিক সমিতি দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচির আয়োজন করে।