কুড়িগ্রামে নাশকতা বিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

বাসস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১১:০৯

কুড়িগ্রাম, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস): কুড়িগ্রাম জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত ৭২ ঘণ্টায় অভিযানে মোট ৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা ও মানুষের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নাগেশ্বরীর সক্রিয় সদস্য লিটন মিয়া (৩০), কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির মোহাম্মদ (৫৫), রৌমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ সুজন (৩৯), রৌমারী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন (২৭), উপজেলা যুবলীগের সদস্য রেজাউল করিম (৪২), ফুলবাড়ী ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নুর ইসলাম ওরফে মাইনাস (৫২)।

এছাড়া গ্রেপ্তার হয়েছেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক আশরাফুল হক মণ্ডল (৩৮), ফুলবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন পোদ্দার (৩৭), রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোপাল চন্দ্র বসুনিয়া (৬০), ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়ন যুবলীগ সভাপতি জহির উদ্দিন (৪০), নাগেশ্বরী মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি আশরাফুল আলম (৪২) এবং রায়গঞ্জ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দুলাল মিয়া (৪৫)।

তথ্য নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মো. আশরাফুল আলম, পিপিএম বলেন, তথাকথিত লকডাউনের সুযোগ নিয়ে নাশকতা সৃষ্টি ও সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে জেলার বিভিন্ন থানায় গত তিন দিনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মোট ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১২ ঘণ্টা পর ১৫৩ ফিলিস্তিনিকে বিমানে থেকে নামতে দিয়েছে দক্ষিণ আফ্রিকা
নড়াইলে মাসুদ রানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‌্যালি ও সেমিনার 
পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়া
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রীর বৈঠক: স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
ঐতিহ্যবাহী উরুন-গাইনের চাহিদা কমলেও টিকে আছে
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী
রাজশাহীতে ছাত্রলীগের ২ নেতাসহ গ্রেপ্তার ২৪
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা, গ্রেপ্তার ১ 
ঢাবিতে ‘আর্ট ফর ইক্যুয়ালিট' ওয়ার্কশপ
১০