মোল্লাহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

বাসস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১১:৫৪
ছবি: বাসস

বাগেরহাট, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস): বাগেরহাটের মোল্লাহাটে কোদালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় দলের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে কোদালিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শরিফুল কামাল কারিম। প্রধান বক্তা ছিলেন, মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ। 

সভায় সভাপতিত্ব করেন কোদালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিএম নিজাম উদ্দিন মিকু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হেদায়েত হোসেন মোল্লা। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনতা উপস্থিত ছিলেন। 

এ সময় উপস্থিতদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ সালাম বলেন, আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন কায়েম করেছিল। মানুষ বাক্‌স্বাধীনতা ও ভোটাধিকার হারিয়েছিল। বিএনপি জনগণের দল। 

আমরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছি। আসন্ন নির্বাচনে জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী হবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে স্বাধীনতা এনেছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতা বিরোধীদের থেকে সতর্ক থাকতে হবে। নেতা-কর্মীরা মাঠে থেকে ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিন, জনগণকে রাষ্ট্র মেরামতের সুফল সম্পর্কে ধারণা দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১২ ঘণ্টা পর ১৫৩ ফিলিস্তিনিকে বিমানে থেকে নামতে দিয়েছে দক্ষিণ আফ্রিকা
নড়াইলে মাসুদ রানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‌্যালি ও সেমিনার 
পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়া
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রীর বৈঠক: স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
ঐতিহ্যবাহী উরুন-গাইনের চাহিদা কমলেও টিকে আছে
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী
রাজশাহীতে ছাত্রলীগের ২ নেতাসহ গ্রেপ্তার ২৪
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা, গ্রেপ্তার ১ 
ঢাবিতে ‘আর্ট ফর ইক্যুয়ালিট' ওয়ার্কশপ
১০