নড়াইলে মাসুদ রানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৩:২৮

নড়াইল, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখ (৫০) এর হত্যা মামলার প্রধান আসামি রহমান খানকে (৫২) খুলনা থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। 

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। রহমান খান শুক্তগ্রামের ছানোয়ার খানের ছেলে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযান চালিয়ে শুক্তগ্রামের মাসুদ রানা হত্যা মামলার প্রধান আসামি রহমান খানকে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এ মামলার ৩ নম্বর আসামি আসাদুজ্জামান নান্নু খান (৫৬)কে আগেই গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মাসুদ রানা হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হলো।

নিহত মাসুদের ছোট ভাই ওমর সানী শেখ জানান, গত ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রামে দত্তমোড়ের বাজার থেকে বাড়িতে ফেরার পথে মান্দার খানের বাড়ির পাশে কবরস্থানের সামনে প্রতিপক্ষের লোকজন তার ভাই মাসুদকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মারা যান। পূর্বশত্রুতা ও মাদক বেচাকেনায় বাঁধা দেয়ায় মাসুদ রানাকে হত্যা করা হয়। মাসুদ শুক্তগ্রামের সবুর শেখের ছেলে।

এ ঘটনায় নিহতের ভাই মাসুম শেখ বাদী হয়ে রহমান খানসহ ১৪ জনের নাম উল্লেখ করে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘের অভিযোগ প্রত্যাখান করে কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাড়াল ব্রাজিল
যারা নাশকতা করবে তাদের এ দেশের রাজনীতিতে কোনো ঠাঁই হবে না: আযম
মৎস্য খাতে নতুন সম্ভাবনা: আর্টিমিয়া-লবণের সমন্বিত চাষে চবির সাফল্য
শৈলকূপা’র সেই প্রতিবন্ধী নাজনীনের পাশে তারেক রহমান
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সৌদি তাকামলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
যশোরে পিতার ফেলে যাওয়া সেই আফিয়ার পাশে দাঁড়ালেন তারেক রহমান
মুন্সীগঞ্জে রোপা আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি
বিএনপির মধ্যে স্বৈরাচারী, সন্ত্রাসী ও কর্তৃত্ববাদ মনোভাব নেই: এ্যানি
রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা খুন
ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
১০