রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা খুন

বাসস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৩:৪৫

চট্টগ্রাম, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে আবদুল মান্নান (৪০) নামে এক শ্রমিকদল নেতার মৃত্যু হয়েছে।

নিহত মান্নান, উপজেলার সরফভাটা ইউনিয়নের জিলানী মাদ্রাসা এলাকার বাসিন্দা মো. নাজেরের ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি। তবে স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে চন্দ্রঘোনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

আজ (শুক্রবার) দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বুলইন্যা বাপের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুলইন্যার বাড়ির কাছে সড়কের নির্জন জায়গায় মান্নানকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। সঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও পড়ে ছিল। তবে হত্যাকারী ও ঘটনার কারণ এখনও জানা যায়নি।

ওসি আরও জানান, মান্নানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নির্জন রাস্তার ওই স্থানে তার মোবাইল ফোন পাওয়া যায়নি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা যায়, গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রবাসফেরত মান্নান বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুর সীমান্তে বিজিবি'র অভিযানে মদ জব্দ, আটক ১
পুলিশ সদর দপ্তরের বক্তব্যের এআই ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত : বাংলাফ্যাক্ট
জাতিসংঘের অভিযোগ প্রত্যাখান করে কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাড়াল ব্রাজিল
যারা নাশকতা করবে তাদের এ দেশের রাজনীতিতে কোনো ঠাঁই হবে না: আযম
মৎস্য খাতে নতুন সম্ভাবনা: আর্টিমিয়া-লবণের সমন্বিত চাষে চবির সাফল্য
শৈলকূপা’র সেই প্রতিবন্ধী নাজনীনের পাশে তারেক রহমান
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সৌদি তাকামলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
যশোরে পিতার ফেলে যাওয়া সেই আফিয়ার পাশে দাঁড়ালেন তারেক রহমান
মুন্সীগঞ্জে রোপা আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি
বিএনপির মধ্যে স্বৈরাচারী, সন্ত্রাসী ও কর্তৃত্ববাদ মনোভাব নেই: এ্যানি
১০