
মুন্সীগঞ্জ, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যার ঘটনায় করা মামলার আসামি মো. অহিদুজ্জামানকে (৩৫) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
আজ শুক্রবার বিকেলে সিদ্দিরগঞ্জ থানাধীন পাঠানটুলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অহিদুজ্জামান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নূর মোহাম্মদ চৌধুরীর ছেলে।
পরে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আজ দুপুরের পর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন পাঠানটুলি এলাকায় অভিযান চালায়। অভিযানকালে হত্যা মামলার আসামি অহিদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
তথ্য নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম জানান, গত ১০ নভেম্বর মোল্লাাকান্দি ইউনিয়নে দুইপক্ষের সংঘর্ষকালে প্রতিপক্ষের গুলিতে আরিফ মীর (৩৮) ও রায়হান খাঁন (২২) নিহত হন। এ ঘটনায় করা মামলার এজাহারনামীয় আসামি অহিদুজ্জামান।