
মাদারীপুর, ১৪ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে শহরের পুরান কোর্ট এলাকার মাদারীপুর ডায়াবেটিস হাসপাতালে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, র্যালি এবং আলোচনাসভার আয়োজন করা হয়।
শুক্রবার সকালে হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনাসভায় ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন নিয়ে বিশেষজ্ঞরা মতবিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির।
এসময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জামিনুর হোসেন মিঠু, সচেতন নাগরিক কমিটি’র (সনাক) সভাপতি শহীদ খান এবং মাদারীপুর ডায়াবেটিস হাসপাতালের চিকিৎসক ডা. অখিল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।