আগামী এক মাসের মধ্যে সিরাজগঞ্জে মডেল মাদ্রাসার বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু

বাসস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৬:৪৭
ছবি: কোলাজ বাসস

সিরাজগঞ্জ, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এবং সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামী এক মাসের মধ্যে কেন্দ্রীয় জামে মসজিদ মডেল মাদ্রাসার বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু হবে। এছাড়া কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান গেট ও পিছনে নিরাপত্তা গেট নির্মাণ করা হবে।

আজ শুক্রবার সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা নামাজের খুতবা পাঠের আগে, কেন্দ্রীয় জামে মসজিদ মডেল মাদ্রাসার বহুতল ভবনের নকশা প্রদর্শন ও মুসল্লিদের অনুমোদন শেষে বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, মসজিদের সৌন্দর্যবর্ধণে কাজ শুরুর পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রীয় জামে মসজিদের শতবর্ষের পুরোনো মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। শতবর্ষের পুরোনো মাদ্রাসাটির নাম  পরিবর্তন করে ‘কেন্দ্রীয় জামে মসজিদ মডেল মাদ্রাসা’ করা হয়েছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ, যা পরকালে জান্নাতে ঘর লাভের নিশ্চয়তা দেয় এবং মৃত্যুর পরেও এই সওয়াব অব্যাহত থাকে। এটি সাদাকায়ে জারিয়াহ হিসেবে গণ্য হয় এবং এর মাধ্যমে ইসলাম প্রচারেও সহায়তা হয়। যতক্ষণ এই মসজিদ বা মাদ্রাসার মাধ্যমে অন্য কেউ উপকৃত হবে, ততক্ষণ নির্মাণকারীর আমলনামায় নেকি যুক্ত হতে থাকবে।

তিনি বলেন, মাদ্রাসায় দান করলে, যতদিন সেখানে কোরআন-হাদিসের শিক্ষা চালু থাকবে, ততদিন দাতা ব্যক্তির আমলনামায় নেকি যুক্ত হতে থাকবে, যারা মানুষকে ইলম শিক্ষা দেয়, তাদের ইলম থেকে যারা আমল করে, তাদের সমপরিমাণ নেকিও আমলনামায় যুক্ত হতে থাকে, যা নির্মাণকারীকে প্রভাবিত করে।

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. সাইদুর রহমান বাচ্চু। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ তানহা, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর দুলাল, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি, পিপি অ্যাডভোকেট রফিক সরকার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মো. আবু সাইদ সুইট, মোস্তফা নোমান আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৭৭
দলের পারফরমেন্সে খুশি শান্ত
নওগাঁয় বিএনপি’র মতবিনিময় সভা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘আর্ট ফর ইক্যুয়ালিট’ কর্মশালা শুরু
আইনশৃঙ্খলা রক্ষায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ফেনীতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বালক (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ শুরু
চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘রূপবান শিম’ চাষে কৃষকদের চারগুণ লাভ
শাস্তির কবলে পাকিস্তান
থাই রাজার প্রথম চীন সফরে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিশ্রুতি দিলেন সি 
১০