
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : আলিম পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ জানিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। আগামী রোববার ফলাফল প্রকাশ করা হবে।
মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আলিম পরীক্ষা-২০২৫ এর পুনঃনিরীক্ষণের ফলাফল আগামী ১৬ নভেম্বর (রোববার) সকাল ১০টায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এ ছাড়াও পুনঃনিরীক্ষণের জন্য আবেদনকারীদের প্রদত্ত মোবাইল নাম্বারে এসএমএস-এর মাধ্যমে ফলাফল প্রেরণ করা হবে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.bmeb.gov.bd) থেকে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।