সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৮:১৯
সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। ছবি: বাসস

সাতক্ষীরা, ১৪ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ ও চাদর সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, ভোমরা, মাদরা ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দা নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার লক্ষীদাড়ী নামক স্থান হতে ভারতীয় চাদর জব্দ করে। 

এছাড়া, মাদরা বিওপির পৃথক তিনিটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী, আনারস বাগান ও আমবাগান নামক স্থান হতে এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার আমবাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক তিনলাখ ৮৫ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তারুণ্যের উৎসব রোববার
২০ জন প্রত্যাহারকৃত ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে কারিগরি সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক নিহত
ওয়ার্ল্ড আরচারি এশিয়ার সভাপতি হওয়ায় কাজী রাজীব উদ্দীনকে ক্রীড়া উপদেষ্টার শুভেচ্ছা
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার
এশিয়ান আরচারিতে পদক জয়ীদের জন্য পুরস্কার ঘোষণা যুব ও ক্রীড়া উপদেষ্টার
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ঢাকা-১৩ আসনে স্বাস্থ্যসচেতনতা আয়োজন
জেনেভা ক্যাম্প থেকে ৩৫টি তাজা ককটেল উদ্ধার
সুনামগঞ্জে বাউল শিল্পীদের অভিষেক অনুষ্ঠান 
১০