
চট্টগ্রাম, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : শিক্ষা ও গবেষণা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গাদজাহ মাদারের (ইউজিএম) সঙ্গে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ শুক্রবার সিভাসু’র গণসংযোগ কর্মকর্তা স্বাক্ষিরত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের ইন্দোনেশিয়া সফরকালে গত ৭ নভেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়। পাঁচ বছরের জন্য স্বাক্ষরিত এই চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিনের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং ইউজিএম এর ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. তেগুহ বুদিপিতোজো। পরবর্তীতে এই চুক্তি নবায়নের সুযোগ রয়েছে।
সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ২০২৬ সাল থেকে এই চুক্তির বাস্তবায়ন শুরু হবে। এই চুক্তির আওতায় প্রতিবছর দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে ইন্টার্ন পর্যায়ের শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট সময়ের জন্য একে অপরের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবে। আগামী বছরের জুলাই-আগস্টে সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৫ম বর্ষের ১৫জন শিক্ষার্থী এক মাসের জন্য ইউজিএম এ যাবে ইন্টার্নশিপ করতে। একইভাবে, ইউজিএম এর ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৩য় বর্ষের ১০ জন শিক্ষার্থী এক মাসের জন্য সিভাসু’তে আসবে ইন্টার্নশিপ করতে।
তিনি আরও বলেন, এই চুক্তি অনুযায়ী সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের দুইজনকে (শিক্ষক/শিক্ষার্থী) এমএস ও একজনকে (শিক্ষক/শিক্ষার্থী) পিএইচডি ডিগ্রি সম্পন্ন করার জন্য ইউনিভার্সিটি অব গাদজাহ মাদা কর্তৃপক্ষ ফুল ফ্রি স্কলারশিপ প্রদান করবে। এছাড়া, ছাত্র, শিক্ষক ও গবেষক বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, যৌথ বক্তব্য, সেমিনার ও সিম্পোজিয়া আয়োজন এবং একাডেমিক তথ্য ও উপকরণ বিনিময়সহ দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করা হবে।