
হবিগঞ্জ, ১৪ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলার বাহুবল উপজেলায় আজ ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক আবু বক্কর (৩৫) নিহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বাহুবল উপজেলায় আজ ঢাকা-সিলেট মহাসড়কের চলিতাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। নিহত আবু বক্কর সিএনজি চালিত অটোরিকশা চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের চলিতাতলা এলাকায় ঢাকাগামী আইসক্রীমবাহী একটি পিকআপ ভ্যানের সাথে মিরপুর থেকে পুটিজুরিগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক আবু বক্কর নিহত হন।
এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। তাদেরকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল সরকার জানান, দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশাটি পুলিশ জব্দ করেছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।