হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক নিহত

বাসস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৯:৫৫ আপডেট: : ১৪ নভেম্বর ২০২৫, ২০:১২
ছবি: কোলাজ বাসস

হবিগঞ্জ, ১৪ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলার বাহুবল উপজেলায় আজ ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক আবু বক্কর (৩৫) নিহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বাহুবল উপজেলায় আজ ঢাকা-সিলেট মহাসড়কের চলিতাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবু বক্কর হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। নিহত আবু বক্কর সিএনজি চালিত অটোরিকশা চালাতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের  চলিতাতলা এলাকায় ঢাকাগামী আইসক্রীমবাহী একটি পিকআপ ভ্যানের সাথে মিরপুর থেকে পুটিজুরিগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক আবু বক্কর নিহত হন।

এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। তাদেরকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল সরকার জানান, দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশাটি পুলিশ জব্দ করেছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
যশোরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বুমরাহর তোপে প্রথম দিনই অলআউট দক্ষিণ আফ্রিকা
ষড়যন্ত্র রুখে দিয়ে সংস্কার ও নির্বাচনের পথরেখা সফল করার আহ্বান জোনায়েদ সাকির
সরকারের আরও বেশি আমন ধান কেনার আহ্বান রংপুরের কৃষকদের
কবি গোলাম মোস্তফা স্মরণে ঝিনাইদহে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
১০