কবি গোলাম মোস্তফা স্মরণে ঝিনাইদহে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

বাসস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ২০:৩৪
কবি গোলাম মোস্তফা। কোলাজ : বাসস

ঝিনাইদহ, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় জাগরণের কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যুবার্ষিকী ঝিনাইদহের শৈলকূপায় পালিত হয়েছে। এ উপলক্ষে ‘বাংলা সাহিত্যে কবি গোলাম মোস্তফার অবদান’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ শুক্রবার ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে কবি গোলাম মোস্তফার পৈতৃক ভিটায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, রাজউকের সদস্য ও যুগ্ম সচিব মো. গিয়াস উদ্দিন এবং শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস।

জাতীয় সংগীত, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। পরে অনুষ্ঠানে আগত অতিথিদের উত্তরীয় ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় কবি গোলাম মোস্তফা স্মরণে অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক ও কবি ফিরোজ খান নূন। 

আলোচনা সভায় বক্তারা কবি গোলাম মোস্তফার জীবন, দর্শন, সৃষ্টিকর্ম ও জাতীয় জীবনে অবদান বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘কবি গোলাম মোস্তফা জাতীয় জাগরণের কবি। তার লেখা কাব্যগ্রন্থ ও লেখনিতে বাঙালি মুসলমানের জীবনদর্শন, চেতনা ও সংগ্রামের চিত্র ফুটে উঠেছে। কবি গোলাম মোস্তফার সৃষ্টিকর্ম চর্চার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের সংগ্রাম, অধিকার, ঐতিহ্য ও সাম্যবাদী চেতনা সমুন্নত রাখতে পারবে।’

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্ব মিয়া মোশাররফ হোসেন ও কবি গোলাম মোস্তফার সন্তান বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারকে সংবর্ধনা দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
যশোরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বুমরাহর তোপে প্রথম দিনই অলআউট দক্ষিণ আফ্রিকা
১০