
সিলেট, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিলেটে ফাহিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সবুজ আহমদ রেহানকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ শাহপরান (রহ.) থানার ইকোপার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রেহান সিলেটের জৈন্তাপুর উপজেলার যশপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত ১০ নভেম্বর শাহপরান থানাধীন বালুচর দুই নম্বর মসজিদ এলাকার কিংস ফুটসাল ইনডোর সংলগ্ন বস্তির গলি রাস্তার ওপর পূর্ব শত্রুতার জের ধরে ৭-৮ জন সশস্ত্র যুবক মো. ফাহিমকে (২৩) কুপিয়ে আহত করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফাহিমকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।
পরবর্তীতে, ঢাকা থেকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ১২ নভেম্বর সকাল ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহত ফাহিমের পিতা মো. হারুন রশিদ শাহপরান (রহ.) থানায় একটি মামলা দায়ের করেন।