বান্দরবানে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১২:১০

বান্দরবান, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সড়কে চাঁদের গাড়ি উল্টে ১১ জন পর্যটক আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে এবং আহতদের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত পর্যটকরা সবাই কুষ্টিয়া জেলার বাসিন্দা। দুর্গম এলাকা হওয়ায় এখনো তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ আরও জানায়, পেঁপে বাগান এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এরপর গাড়িটি সড়কের রেলিংয়ে আঘাত করে। মাত্র দুই ফুট দূরে ছিল গভীর খাদ—সেখানে পড়ে গেলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। সবাই আহত হয়েছেন। 

তথ্য নিশ্চিত করে রুমা থানার ওসি সোহরাওয়ার্দী জানান, আমরা আহতদের উদ্ধার করেছি। গুরুতর আহত দুইজনকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কলম্বিয়ায় ভাই হারানোর বেদনায় শোকাহত তরুণী
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
দিনাজপুর-১ আসনে বিএনপি’র প্রার্থী মনজুরুল ইসলামের গণসংযোগ
গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু: অ্যাটর্নি জেনারেল
রাশিয়া ও টোগো পরস্পরের ভূখণ্ডে দূতাবাস খুলবে
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ৩ জেলায় তিতাসের অভিযান, জরিমানা আদায়
খুলনায় উৎসবমুখর পরিবেশে তারুণ্যের উৎসব উদযাপিত
চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে কাজ করছেন ট্রাইব্যুনাল
৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ দেশব্যাপী উদযাপিত হবে
১০