ঝালকাঠিতে বরিশাল বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৪
মঙ্গলবার ঝালকাঠিতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান মতবিনিময় করেছেন। ছবি : বাসস

‎ঝালকাঠি, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ঝালকাঠিতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান মতবিনিময় করেছেন। 

জেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, শান্তিপূর্ণ নির্বাচন ও রাজনৈতিক সম্প্রীতি রক্ষার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
‎‎
ঝালকাঠি জেলার ইতিহাস-ঐতিহ্য, কৃষি, পরিবেশ, সম্ভাবনা এবং উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন সহকারী কমিশনার তামান্না ইয়াসমিন মেরিনা। উপস্থাপনায় জেলার সামাজিক, অর্থনৈতিক অবস্থা, প্রকৃতির বৈশিষ্ট্য, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন সমস্যার তথ্যচিত্র তুলে ধরা হয়।
‎‎‎
সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান। সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। 

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, জেলা বিএনপি আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেন, জেলা জামায়াতে ইসলামীর আমির এডভোকেট খান হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন, এনসিপি জেলা সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না।

এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আককাস সিকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল মন্টু এবং সনাক-টিআইবি ঝালকাঠির সভাপতি সত্যবান সেন গুপ্তসহ সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক-সামাজিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ।
‎‎
মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ঝালকাঠি কৃষি, নদী ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি সম্ভাবনাময় জেলা। এই সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে অর্থনীতি এগিয়ে নিতে সরকারি-বেসরকারি সব মহলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। 

তিনি প্রযুক্তিভিত্তিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন, যুব সমাজের উদ্যোক্তা তৈরির উদ্যোগ এবং স্থানীয় সমস্যার উদ্ভাবনী সমাধানের ওপর গুরুত্ব দেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতা, সহিংসতা পরিহার এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি প্রশাসনকে নিরপেক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে নির্দেশনা দেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া দিবস পালিত
রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার কোনো অধিকার নেই কিয়েভের : জেলেনস্কি
শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা
রংপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় বেগম রোকেয়াকে স্মরণ, জন্ম-মৃত্যুদিবসে তিন দিনব্যাপী কর্মসূচি
৭ দেশের প্রবাসীদের জন্য বৈদেশিক ঠিকানা সংশোধনের সময় বাড়ালো নির্বাচন কমিশন
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি 
করদাতাদের বার্ষিক রিটার্ন দাখিল ব্যাংকের সঙ্গে সমন্বয়ে স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করছে এনবিআর
চট্টগ্রামে মহিউদ্দিন হত্যা মামলার পলাতক আসামি ডিউক গ্রেফতার
কোরিয়ার সহায়তায় ঢাকা কেন্দ্রিক নদীগুলোর পানির মান পর্যক্ষেণ করবে সরকার
১০