
টাঙ্গাইল, ৯ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম ও সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া এসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল ও সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, উত্তর টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। আমাদের মূল লক্ষ্য আগামি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।