নড়াইলে দুর্নীতি বিরোধী দিবসে র‌্যালি ও আলোচনাসভা

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৬:০৮ আপডেট: : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৭
ছবি : বাসস

নড়াইল, ৯ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা' গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে আজ মঙ্গলবার সকালে নড়াইলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয় ও নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। 

পরে, একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। 

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মল্লিকের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী, দুর্নীতি দমন কমিশনের সম্বনিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমীন, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, জেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি অশোক কুন্ডু প্রমুখ।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমানের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নি, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম.রাহসিন কবির, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র অধ্যক্ষ আবুল বাসার আল মামুন, জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী, আনসার ও ভিডিপি’র জেলা অ্যাডজুট্যান্ট মো. নুরুল আলোচনা সভায় উপস্থিত সকলে দুর্নীতি না করার এবং সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধে দৃঢ়মত পোষণ করেন আবছার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দুর্নীতি না করার এবং সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধে দৃঢ়মত পোষণ করেন। 

আলোচনা সভা শেষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মল্লিক দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া দিবস পালিত
রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার কোনো অধিকার নেই কিয়েভের : জেলেনস্কি
শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা
রংপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় বেগম রোকেয়াকে স্মরণ, জন্ম-মৃত্যুদিবসে তিন দিনব্যাপী কর্মসূচি
৭ দেশের প্রবাসীদের জন্য বৈদেশিক ঠিকানা সংশোধনের সময় বাড়ালো নির্বাচন কমিশন
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি 
করদাতাদের বার্ষিক রিটার্ন দাখিল ব্যাংকের সঙ্গে সমন্বয়ে স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করছে এনবিআর
চট্টগ্রামে মহিউদ্দিন হত্যা মামলার পলাতক আসামি ডিউক গ্রেফতার
কোরিয়ার সহায়তায় ঢাকা কেন্দ্রিক নদীগুলোর পানির মান পর্যক্ষেণ করবে সরকার
১০