চাঁদপুরে ভোক্তা আইন লঙ্ঘন করায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৯
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে মঙ্গলবার দুপুরে জেলার হাইমচর আলগী বাজারে অভিযান পরিচালনা করে। ছবি : বাসস

চাঁদপুর, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে আজ মঙ্গলবার দুপুরে জেলার হাইমচর আলগী বাজারে এ অভিযান পরিচালনা করে।

অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

আব্দুল্লাহ আল ইমরানের জানান, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরির দায়ে মদিনা বেকারির মালিককে ২০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির জন্য সংরক্ষণ করায় পলাশ মেডিকেল হলের মালিককে ৩০ হাজার টাকা, একই অপরাধে মেসার্স মিলন মেডিকেল হলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডেঙ্গু পরীক্ষা করায় ইউনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১০ হাজার টাকা, একই অপরাধে গ্রিন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১০ হাজার টাকা, পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে মেসার্স মোবারক স্টোরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে মূল্য তালিকা না থাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে তিপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিককে ১০ হাজার টাকাসহ মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তিনি জানান, অভিযুক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আরিফুল হাসান, জেলা স্যানেটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম, হাইমচর উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর শর্মিলা রানী মন্ডল এবং সেনাবাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। 

জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্ব মানবাধিকার দিবস কাল
৪টি হাসপাতালের সঙ্গে বিজিএমইএ’র সমঝোতা স্মারক স্বাক্ষর
জাবির ভর্তি পরীক্ষা: প্রতি আসনে লড়বেন ১১৯ শিক্ষার্থী
রাঙ্গামাটিতে ৬ দিনব্যাপী পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা শুরু
সিডনিতে প্রথমবারের মত মুখোমুখি হচ্ছে চেলসি-টটেনহ্যাম
যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার্স কাপ জেতায় হকি দলকে ঢাবি ছাত্রদলের অভিনন্দন
রিয়ালের বর্তমান পরিস্থিতি দ্রুত পরিবর্তনের ইঙ্গিত আলোনসোর
উন্নয়ন কার্যক্রমে শৃঙ্খলা আনতে প্রয়োজন নগর সরকার : চসিক মেয়র
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থামা উচিত নয়: তারেক রহমান
পরিবারসহ সাবেক এমপি তানভির শাকিলের ৮৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
১০