রাজশাহীতে রোকেয়া দিবসে আলোচনা সভা ও ৮ জন অদম্য নারীকে সনদ প্রদান 

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৪২
ছবি : বাসস

রাজশাহী, ৯ ডিসেম্বর ২০২৫ (বাসস) : রাজশাহীতে বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও ৮ জন অদম্য নারীকে সনদ প্রদান করা হয়েছে। 

রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ। 

তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছরের বেগম রোকেয়া দিবসের আবেদনটি ভিন্ন রকমের। ‘আমিই রোকেয়া’ কথাটির অন্তর্নিহিত তাৎপর্য অনেক বিশাল। ১০০ বছর আগে বেগম রোকেয়া যে সংগ্রামের যাত্রা শুরু করেছিলেন, তার সংগ্রামের পথযাত্রায় আজকে আমরা এ পর্যায়ে এসে উপনীত হয়েছি।

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, সিভিল সার্জন ডা. এস.আই.এম. রাজিউল করিম। 

রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। 

৫টি ক্যাটাগরিতে সিটি কর্পোরেশন পর্যায়ে ৩ জন এবং জেলা পর্যায়ে ৫ জনসহ মোট নির্বাচিত ৮ জন শ্রেষ্ঠ ‘অদম্য নারীকে’ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। 

এবছর রাজশাহী সিটি কর্পোরেশন পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ হলেন, রাজশাহী হড়গ্রাম বাজারের মোসা. হাছিনা ইয়াসমিন, সফল জননী নারী ক্যাটাগরিতে শালবাগান পাওয়ার হাউস মোড়ের মোসা. নুরজাহান বেগম ও নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে দাসপুকুরের মোসা. শারমিন বেগম।

জেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ হলেন, হড়গ্রাম বাজারের মোসা. হাছিনা ইয়াসমিন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে রাজশাহী পুঠিয়ার পচামাড়িয়ার সুমনা সরকার, সফল জননী নারী ক্যাটাগরিতে মোহনপুর মহব্বতপুরের মোসা. রাশেদা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে চারঘাট মেরামতপুরের মোসা. রাজিয়া খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন নারী ক্যাটাগরিতে বাঘা মুর্শিদপুরের মোসা. আরিফা জেসমিন। 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সভানেত্রী উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্ব মানবাধিকার দিবস কাল
৪টি হাসপাতালের সঙ্গে বিজিএমইএ’র সমঝোতা স্মারক স্বাক্ষর
জাবির ভর্তি পরীক্ষা: প্রতি আসনে লড়বেন ১১৯ শিক্ষার্থী
রাঙ্গামাটিতে ৬ দিনব্যাপী পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা শুরু
সিডনিতে প্রথমবারের মত মুখোমুখি হচ্ছে চেলসি-টটেনহ্যাম
যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার্স কাপ জেতায় হকি দলকে ঢাবি ছাত্রদলের অভিনন্দন
রিয়ালের বর্তমান পরিস্থিতি দ্রুত পরিবর্তনের ইঙ্গিত আলোনসোর
উন্নয়ন কার্যক্রমে শৃঙ্খলা আনতে প্রয়োজন নগর সরকার : চসিক মেয়র
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থামা উচিত নয়: তারেক রহমান
পরিবারসহ সাবেক এমপি তানভির শাকিলের ৮৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
১০