
নেত্রকোণা, ৯ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার জেলা প্রশাসনের সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা কর্মসূচির আয়োজন করেছে দুদক ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয় ও নেত্রকোণা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
মঙ্গলবার সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কর্মসূচী উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক সাইফুর রহমান।
এরপরে শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধন ও আলোচনাসভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতিত্বে মুহাম্মদ আব্দুল বাতেনের সভাপতিত্বে জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় দুর্র্নীতি দমন কমিশন কার্যালয়ের অতিরিক্ত পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের ব্যানারে শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিগণসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।