জাবির ভর্তি পরীক্ষা: প্রতি আসনে লড়বেন ১১৯ শিক্ষার্থী

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ২ লাখ ১৯ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ১১৯ শিক্ষার্থী।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বাসসকে এ তথ্য জানান। 

ইউনিট ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ৪২৬টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৬০ হাজার ৩৫১ টি, প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা ১৪১ জন শিক্ষার্থী।

‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) ৩২৬ টি আসনের বিপরীতে ২০ হাজার ৫৮৩টি আবেদন জমা পড়েছে। 

প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬৩ জন শিক্ষার্থী।

‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ) ৪৬৬ আসনের বিপরীতে ৪৭ হাজার ৪৯৭টি আবেদন জমা পড়েছে। এই ইউনিটে আসনপ্রতি লড়বেন ১০১ জন।

‘সি১’ ইউনিটে (নাট্যতত্ত্ব ও চারুকলা) ৬৪ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ হাজার ৭২৫টি। এই ইউনিটে আসন প্রতি লড়বেন ৫৮ জন।

এদিকে ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩১০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৭০ হাজার ২২০ টি। এতে সর্বোচ্চ ২২৬ জন শিক্ষার্থী প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে, ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ১১ হাজার ৬১২টি, যেখানে আসন প্রতি লড়বেন ৫৮ জন।

এছাড়া, ‘আইবিএ-জেইউ’ ইউনিটে ৫০ আসনের বিপরীতে ৫ হাজার ৪১১ টি আবেদন পড়েছে। এতে আসন প্রতি লড়বেন ৯৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর শুরু হবে। চূড়ান্ত সময়সূচিসহ বিস্তারিত তথ্য ভর্তি ওয়েবসাইটে (https://ju-admission.org) এবং পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিল্পকলায় ১১-২২ ডিসেম্বর নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী 
বাংলাদেশ ব্যাংকে ই-ডেস্ক সিস্টেমের উদ্বোধন
চলতি বছরে ৩০ নভেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি ১০ লক্ষাধিক
নতুন পাঠ্যবই মুদ্রণ ও বিতরণে বিঘ্নের আশঙ্কা নেই: সালেহউদ্দিন
সারাদেশে দ্রুতগতিতে ডিজিটাল সেবা সম্প্রসারণ করছে সরকার : আইসিটি সচিব
জুলাই কন্যা সম্মেলন স্থগিত
সিলেটে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে অদম্য নারী সম্মাননা প্রদান
৩১ কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ
টেলিটকের সিনিয়র ম্যানেজার আসাদুল্লাহ’র দেশত্যাগে নিষেধাজ্ঞা
পাটজাত পণ্য রপ্তানির দাবি নিষ্পত্তি করবে ছাড় কমিটি : বাংলাদেশ ব্যাংক
১০