সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৫০

সাতক্ষীরা, ৯ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, ওষুধ, অলিভ ওয়েল ও তালমিছরী প্রভৃতি মালামাল জব্দ করা হয়েছে। 

আজ মঙ্গলবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বাঁকাল চেকপোষ্ট, বৈকারী, কুশখালী, মাদরা ও কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁকাল চেকপোষ্টের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর হাটখোলায় তল্লাশি করে ভারতীয় শাড়ি ও অলিভ ওয়েল তেল, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার বলদঘাটা নামক স্থান হতে ভারতীয় ওষুধ, কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল শ্বশানঘাট নামক স্থান হতে ভারতীয় শাড়ি, শার্ট পিস ও তালমিছরী জব্দ করে। 

এছাড়া, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার দক্ষিণ চান্দাপোস্ট আমবাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালি ও কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক চারলাখ ৪৩ হাজার ১৫০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬০
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
গাজায় ত্রাণ প্রবেশে জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং ফের খুলছে বুধবার
প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি পরিবেশগত দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে: পরিবেশ উপদেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহর ৫৪তম শাহাদাত বার্ষিকী কাল 
নাটোরে তিনটি মডেল মসজিদ উদ্বোধন আগামীকাল
ডিএসইতে লেনদেন ৪৫৮ কোটি টাকা, সূচকে ইতিবাচক প্রবণতা
আর্থ অবজারভেশন সক্ষমতা বৃদ্ধিতে ইতালির মহাকাশ সংস্থার সঙ্গে চুক্তি
সৌর বিদ্যুৎ কেন্দ্রের শুল্ক কমানোয় বছরে ৪২০ কোটি টাকা সাশ্রয় হবে: ফাওজুল কবির খান
১০