
নরসিংদী, ৯ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার মনোহরদী উপজেলায় আজ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও সংশ্লিষ্ট অনুমোদন না থাকায় দু’টি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দু’টি অবৈধ ইটভাটাকে মোট দুইলাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের আকানগর গ্রামের ‘একেএফ ব্রিকস’ ও চুলা গ্রামের ‘মা ব্রিকস’- এ অভিযান পরিচালনা করা হয়।
মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সজীব মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. বদরুল হুদা জানান, পরিবেশ ছাড়পত্র ও সংশ্লিষ্ট অনুমোদন ছাড়া ইট উৎপাদন করে আসছিল ‘একেএফ ব্রিকস’ ও ‘মা ব্রিকস’ নামের দু’টি ইটভাটা। এদিন আদালতের নির্দেশে এস্কেভেটর দিয়ে ভাটাগুলোর চিমনি, ইট পোড়ানোর গোল প্রাচীর এবং কাঁচা ইট ভেঙে দেওয়া হয়। অভিযানকালে মা ব্রিকসের মালিককে দেড়লাখ টাকা এবং একেএফ ব্রিকসের মালিককে একলাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বৈধ অনুমোদন ব্যতীত ভাটা চালানো যাবে না—এ মর্মে দুই ইটভাটার মালিকদের নির্দেশনা প্রদান করা হয় এবং তারা ভবিষ্যতে ইটভাটা পরিচালনা না করার মুচলেকা দেন।
অভিযানকালে জেলায় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সমর কৃষ্ণ দাস এবং মনোহরদী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।