নরসিংদীতে দু’টি অবৈধ ইটভাটা  ধ্বংস, জরিমানা  

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৩

নরসিংদী, ৯ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার মনোহরদী উপজেলায় আজ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও সংশ্লিষ্ট অনুমোদন না থাকায় দু’টি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দু’টি অবৈধ ইটভাটাকে মোট দুইলাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের আকানগর গ্রামের ‘একেএফ ব্রিকস’ ও চুলা গ্রামের ‘মা ব্রিকস’- এ অভিযান পরিচালনা করা হয়।

মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সজীব মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। 

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. বদরুল হুদা জানান, পরিবেশ ছাড়পত্র ও সংশ্লিষ্ট অনুমোদন ছাড়া ইট উৎপাদন করে আসছিল ‘একেএফ ব্রিকস’ ও ‘মা ব্রিকস’ নামের দু’টি ইটভাটা। এদিন আদালতের নির্দেশে এস্কেভেটর দিয়ে ভাটাগুলোর চিমনি, ইট পোড়ানোর গোল প্রাচীর এবং কাঁচা ইট ভেঙে দেওয়া হয়। অভিযানকালে মা ব্রিকসের মালিককে দেড়লাখ টাকা এবং একেএফ ব্রিকসের মালিককে একলাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বৈধ অনুমোদন ব্যতীত ভাটা চালানো যাবে না—এ মর্মে দুই ইটভাটার মালিকদের নির্দেশনা প্রদান করা হয় এবং তারা ভবিষ্যতে ইটভাটা পরিচালনা না করার মুচলেকা দেন।

অভিযানকালে জেলায় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সমর কৃষ্ণ দাস এবং মনোহরদী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬০
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
গাজায় ত্রাণ প্রবেশে জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং ফের খুলছে বুধবার
প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি পরিবেশগত দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে: পরিবেশ উপদেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহর ৫৪তম শাহাদাত বার্ষিকী কাল 
নাটোরে তিনটি মডেল মসজিদ উদ্বোধন আগামীকাল
ডিএসইতে লেনদেন ৪৫৮ কোটি টাকা, সূচকে ইতিবাচক প্রবণতা
আর্থ অবজারভেশন সক্ষমতা বৃদ্ধিতে ইতালির মহাকাশ সংস্থার সঙ্গে চুক্তি
সৌর বিদ্যুৎ কেন্দ্রের শুল্ক কমানোয় বছরে ৪২০ কোটি টাকা সাশ্রয় হবে: ফাওজুল কবির খান
১০