আর্থ অবজারভেশন সক্ষমতা বৃদ্ধিতে ইতালির মহাকাশ সংস্থার সঙ্গে চুক্তি

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ২০:৩৬
ছবি : পিআইডি

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আজ মঙ্গলবার ইতালির থ্যালেস অ্যালেনিয়া স্পেসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এটি আর্থ অবজারভেশন সিস্টেম ও স্যাটেলাইট চিত্র ব্যবহারে দেশের সক্ষমতা জোরদার করবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও  ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো উপস্থিত ছিলেন।

বিবৃতিতে ফয়েজ আহমদ তৈয়্যবকে উদ্ধৃত করে বলা হয়, প্রতি বছর প্রায় ২৫ হাজার প্রযুক্তি গ্র্যাজুয়েট আমাদের শ্রম শক্তিতে যুক্ত হয়। তাদের জন্য সুযোগ সৃষ্টি করা আমাদের জাতীয় দায়িত্ব।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একটি জাতীয় স্যাটেলাইট ইমেজ রিপোজিটরি এবং সব মন্ত্রণালয়ের জন্য একীভূত তথ্য প্রবেশাধিকারের প্রয়োজনের ওপর জোর দেন এবং একই সঙ্গে সক্ষমতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয় অংশীদারিত্ব ও সাইবার নিরাপত্তায় থ্যালেসের সঙ্গে আরো সহযোগিতা প্রত্যাশা করেন।

তিনি বলেন, গ্লোবাল বেস্ট প্র্যাকটিস বাংলাদেশকে দ্রুততর ডিজিটাল রূপান্তরে সহায়তা করতে পারে।

ফয়েজ আহমদ তৈয়্যব ইতালির রাষ্ট্রদূতকে বাংলাদেশের প্রতি রোমের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং ইতালিকে ‘বিশ্বস্ত বন্ধু ও অংশীদার’ হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, বাংলাদেশ স্যাটেলাইট ও মহাকাশভিত্তিক সমাধানসহ উন্নত প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়েছে, যাতে ভূমি ব্যবস্থাপনা, কৃষি, দুর্যোগ পর্যবেক্ষণ, জলবায়ু সহনশীলতা এবং জাতীয় নিরাপত্তা জোরদার হয়।

ইতালির রাষ্ট্রদূত পৃথিবী পর্যবেক্ষণ ও স্যাটেলাইট প্রযুক্তির ক্ষেত্রে এ অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন এবং জাতীয় পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ পর্যবেক্ষণের জন্য এর কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করেন।

আলেসান্দ্রো বলেন, এই কর্মসূচি অপটিক্যাল ও রাডার পর্যবেক্ষণকে সমন্বয় করেছে, যা বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় বিশেষভাবে উপযোগী। এই অংশীদারিত্ব উন্নত প্রযুক্তিতে ইতালি ও বাংলাদেশের দীর্ঘমেয়াদি সহযোগিতার সূচনা নির্দেশ করে।

তিনি বাংলাদেশের ডিজিটালাইজেশন, আধুনিকায়ন ও প্রযুক্তিগত অগ্রগতির অঙ্গীকারের প্রশংসা করেন। তিনি বলেন, ইতালি বাংলাদেশকে একটি প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে সহায়তা করতে প্রস্তুত।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান, থ্যালেস অ্যালেনিয়া স্পেসের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬০
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
গাজায় ত্রাণ প্রবেশে জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং ফের খুলছে বুধবার
প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি পরিবেশগত দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে: পরিবেশ উপদেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহর ৫৪তম শাহাদাত বার্ষিকী কাল 
নাটোরে তিনটি মডেল মসজিদ উদ্বোধন আগামীকাল
ডিএসইতে লেনদেন ৪৫৮ কোটি টাকা, সূচকে ইতিবাচক প্রবণতা
আর্থ অবজারভেশন সক্ষমতা বৃদ্ধিতে ইতালির মহাকাশ সংস্থার সঙ্গে চুক্তি
সৌর বিদ্যুৎ কেন্দ্রের শুল্ক কমানোয় বছরে ৪২০ কোটি টাকা সাশ্রয় হবে: ফাওজুল কবির খান
১০