১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি

বাসস
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৭:২৮ আপডেট: : ১০ ডিসেম্বর ২০২৫, ১৭:৪২
বুধবার রাজধানীর বাংলামোটরে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করে এনসিপি। ছবি : বাসস

ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

আজ বুধবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে এবং সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, দেশের সব শ্রেণির মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে, যাতে নারী-পুরুষ উভয়েই অন্তর্ভুক্ত হন। কোনো প্রার্থী নিয়ে জনগণ অভিযোগ জানালে এনসিপি তা পর্যালোচনা করবে এবং প্রয়োজনে মনোনয়ন বাতিল করবে।

ঘোষণায় আরও জানানো হয়, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ আসনে প্রার্থী হচ্ছেন। মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পঞ্চগড়-১ আসনে এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ঢাকা-৯ আসনে এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঘোষণার আগে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দলটি আসন্ন নির্বাচনে ‘ব্যালট বিপ্লব’ ঘটানোর প্রস্তুতি নিচ্ছে।

তিনি ভোটারদের আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ অপশনে ভোট দেওয়ার আহ্বান জানান এবং প্রার্থীদের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’-এর পাশাপাশি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর নির্দেশনা দেন। 

পাটওয়ারী আরও বলেন, যেসব ব্যক্তি তাদের নিজ নিজ দলে আর্থিক প্রভাবের কারণে কোণঠাসা হয়ে পড়েছেন, কিন্তু তাদের প্রতি জনগণের আস্থা রয়েছে, এনসিপি তাদের জন্যও উন্মুক্ত।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনিম জারা জানান, দেড় হাজার হাজারের বেশি ব্যক্তি এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান বিচারপতির সাথে জার্মান রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
৫০ কিংবদন্তী খেলোয়াড়ের নাম প্রকাশ করলো বিকেএসপি
বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগজনিত অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির প্রথম জাতীয় গণনা প্রকাশ করল আইওএম
বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগজনিত অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির প্রথম জাতীয় গণনা প্রকাশ করল আইওএম
বিপিএল খেলার জন্য ৯ খেলোয়াড়কে ছাড়পত্র দিল পিসিবি
ডিএসইতে আজ ৫৩৩ কোটি টাকার লেনদেন, ২২৭ কোম্পানির দরপতন
ভোলায় কোস্টগার্ডের ‘তারুণ্যের উৎসব’ শীর্ষক কর্মশালা 
মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের বার্ষিক সম্মেলনে নৌবাহিনী প্রধান
মালয়েশিয়াগামীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়: ৬০ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের মামলা
পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু হয়েছে : পরিবেশ উপদেষ্টা
১০