
সুলতান মাহমুদ
নড়াইল, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নড়াইলে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ জনগণ সবার মধ্যে উৎসবমুখর মনোভাব তৈরি হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পর কথা হয় কালিয়া উপজেলার দক্ষিণ যোগানিয়া গ্রামের বাসিন্দা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি এম নাগিব হোসেনের সঙ্গে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠানের সকল শঙ্কা কেটে গেছে। তবে সেই ভোট রাতে নয় দিনে হবে ইনশাআল্লাহ। আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে আশা করছি।
এ বিষয়ে নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে মানুষ নির্বাচনের বাইরে ছিল। আমরা মাঠে কোনো রাজনৈতিক তৎপরতা চালাতে পারিনি। কিন্তু আমাদের সাংগঠনিক ঐক্য ধরে রেখেছিলাম। নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করায় আমরা সকলেই খুশি। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের পক্ষে। এখন তফসিলের মাধ্যমে নির্বাচনী পরিবেশ তৈরি হলো। আমরা চাই, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার রাষ্ট্র ক্ষমতায় আসুক। আশা করি, এবার তরুণ প্রজন্মের ভোটারদের উপস্থিতি ব্যাপক হবে এবং ভোট সুষ্ঠু-নিরপেক্ষ হবে যাতে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারেন।
জেলা জামায়াতের আমির ও নড়াইল-২ আসনে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বলেন, তফসিলের মাধ্যমে মানুষের মধ্যে তৈরি হওয়া আশঙ্কা কেটেছে। আমরা এই ঘোষিত তফসিলকে স্বাগত জানাই। তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এটা গণতন্ত্রের জন্য শুভ। আশাকরি মানুষের কাঙ্ক্ষিত ভোট এবার সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নড়াইল জেলার সদস্য সচিব শরিফুল ইসলাম বলেন, আমরা এই তফসিলকে স্বাগত জানাই। নির্বাচনী তফসিল ঘোষণাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। বর্তমান সরকার আমাদের একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে এটাই প্রত্যাশা। নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারবেন বলে আশা করছি।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মল্লিক বাসসকে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে আশা জেগেছে। স্বচ্ছ ও গ্রহণযোগ্য আগামীর নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। নির্বাচনের পর গঠিত সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে জনকল্যাণে কাজ করবে বলে আশা করি। ফলে গণতন্ত্রের অগ্রযাত্রা আরও বেশি সুসংহত হবে। আমরা চাই সবার অংশগ্রহণে এ নির্বাচন গণতান্ত্রিক উৎসবে পরিণত হোক। আমরা আশা করি, নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা বজায় রাখবে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, তফসিল ঘোষণার মধ্য দিয়ে এখন জেলার রাজনৈতিক মাঠ আরও সরব হয়ে উঠবে। বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থীরা শুরু করবেন আরও বেশি তৎপরতা, আর ভোটাররাও অপেক্ষায় আছেন একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ-নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের।