
নাটোর, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ : নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার সকাল দশটায় ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির শফী উদ্দিন সরদার মিলনায়তনে এই বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক-সুজন।
বৈঠকে বক্তারা বলেন, দেশকে গণতন্ত্রের ধারায় ফিরিয়ে আনতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। গণপ্রতিনিধিত্ব আদেশ এবং নির্বাচন আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করতে পারলে কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সুজনের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন, রাজশাহী বিভাগের উপদেষ্টা আসাদ আলী। বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহিলা পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি প্রভাতী বসাক, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, সুজনের সদস্য মীর আব্দুর রাজ্জাক, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি রনেন রায় এবং ফারাজী আহম্মদ রফিক বাবন।