তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৪:২৫
ছবি: বাসস

বরিশাল, ১২ ডিসেম্বর ২০২৫ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে আনন্দ মিছিল করেছে বিএনপি, জামায়াত ও ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল।

গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই নগরীরতে মিছিল বের হয়।

বরিশাল মহানগর বিএনপির ৩০ টি ওয়ার্ডের নেতাকর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল বের করে। এছাড়া মহানগর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীতে পৃথক মিছিল বের করে। এসময় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে মানুষের ভোট অধিকার কেড়ে নিয়েছিল। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা ও মানুষের ভোটের অধিকারের জন্য বিএনপি লড়াই করেছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আর সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন তারা।

এদিকে তফসিলকে স্বাগত জানিয়ে রাত সাড়ে ৮টায় নগরীর গীর্জামহল্লা কশাই জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করে বরিশাল জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

এ সময় জামায়াত নেতৃবৃন্দরা বলেন, নির্বাচন কমিশনার আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন ধার্য করেছে। এই নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেন তারা। পাশাপাশি নির্বাচনে জামায়াতে ইসলামী জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দরা।

এসময় স্বাগত মিছিলটি বরিশাল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভাষাসৈনিক অধ্যাপক শাহেদ আলীর জন্মশতবর্ষ  উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা
ত্রি-মাত্রিক বৈশ্বিক সংকট মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান বাংলাদেশের
তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে বিএনপি’র আনন্দ মিছিল
নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত
ঢাকা বিমানবন্দরে বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ আটক ২
দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে : সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচনী কর্মকর্তার কাছে সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
কিছুদিন পরে হয়তো বলবে তারাই একমাত্র মুক্তিযোদ্ধা : সালাহউদ্দিন
রাজধানীতে রিকশাচালকদের ফ্রি ফার্স্ট এইড কিট বিতরণ
১০