শিরোনাম
ঢাকা,৭ জানুয়ারি, ২০২৩(বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এমপ্লয়ীজ ইউনিয়নের সাবেক সদস্য ও অবসরপ্রাপ্ত সিনিয়র ইলেক্ট্রিশিয়ান মো. আফজাল শুক্রবার রাত ১২টা ১৫ মিনিটে হাসপাতালে নেয়ার পথে শ্বাসক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ... রাজিউন)।
তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে যান।
এদিকে প্রতিষ্ঠানের আরেক সাবেক সদস্য ও অবসরপ্রাপ্ত ড্রাইভার মো.ওয়াজিউল্ল্যাহ ৪ জানুয়ারি রাত ৯টা ৫ মিনিটে নিজ বাসভবনে অসুস্থাজনিত কারণে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি এক মেয়ে ও দুই ছেলে রেখে যান।
তাদের মৃত্যুতে এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে মরহুমদের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান হয়।