শিরোনাম
ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৩ (বাসস): রাজধানীর গুলশান এলাকায় একটি রেস্তোরাঁর সামনে গুলিবর্ষনের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন।
আজ রোববার বিকেল ৪টার দিকে গুলশান ১ নম্বরে গ্লোরিয়া জিনস ক্যাফের সামনের সড়কের ফুটপাতে এ ঘটনা ঘটে।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার আবদুল আহাদ বাসসকে বলেন, গুলশানের এক ব্যবসায়ীর সঙ্গে বিরোধের জেরে গুলি ছুঁড়া হয়েছে। গুলিবর্ষনকারী সহ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গুলশান থানার পরিদর্শক শেখ শাহানূর রহমান বাসসকে জানান, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
টাকাপয়সা নিয়ে বিরোধের জেরে ২ জনের মধ্যে এ গুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে আমিনুল গুলিবিদ্ধ হয়েছেন।
এ ঘটনায় পুলিশ আমিনুল ও ওহিদুলকে আটক করেছে।