শিরোনাম
গোপালগঞ্জ, ২২ জানুয়ারি, ২০২৩ (বাসস) : ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলায় আজ পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত এবং অপর একজন মারাত্মক আহত হয়েছে। আহত মোটরসাইকেল চালককে আশংকাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। হতাহতের বিষয়টি গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক গণেশ বিশ্বাস নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ রোববার সকাল সোয়া ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া এলাকায় ট্রাক চাপায় ভ্যান চালক রাজু শেখ নিহত (২৪)হয়। সে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে ভ্যান চালিয়ে শহরের মান্দারতলা আসছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক ভ্যানচালক রাজু শেখকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।
অপরদিকে, একই মহাসড়কের আরামবাগ নামক স্থানে সকাল ১১ টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় হান্নান ফকির (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় মোটরসাইকেল চালক সুদিপ্ত বনিক মারাত্মক আহত হয়। উভয়ের লাশ পুলিশের হেফাজত থেকে আইনি পক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।