শিরোনাম
নাটোর, ২৭ জানুয়ারি ২০২৩ (বাসস) : জেলার বড়াইগ্রাম উপজেলায় আজ বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা কলেজের দু’দিনব্যাপী রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে।
আজ শুক্রবার প্রথমদিনে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণমূলক বক্তব্য, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার সকালে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এদিন, বিকালে দ্বিতীয়পর্বে বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
দ্বিতীয়দিন আগামীকাল শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।