বাসস
  ২৯ জানুয়ারি ২০২৩, ১৯:১৫

রেল ক্রসিংগুলিতে ওভারপাস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে : সড়ক পরিবহন মন্ত্রী

সংসদ ভবন, ২৯ জানুয়ারি, ২০২৩ (বাসস): সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশের সড়ক পথে রেল ক্রসিংগুলিতে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে ভবিষ্যৎ প্রকল্পের আওতায় রেলওয়ে ওভারপাস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 
সরকারি দলের সদস্য মীর মোস্তাক আহমেদ রবি’র টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সারাদেশে সড়ক পথে রেল ক্রসিংগুলিতে দুর্ঘটনা প্রতিরোধে নিরাপদ ও নিরবচ্ছিন্ন যানবাহন চলাচলের জন্য বিভিন্ন প্রকল্পের আওতায় রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হয়ে থাকে। ইতোমধ্যে দেশব্যাপি সড়ক পথে রেল ক্রসিংগুলিতে দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ২২টি রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হয়েছে। 
তিনি বলেন, চলমান বিভিন্ন মেগা প্রকল্পের আওতায় রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ চলমান রয়েছে এবং অন্যান্য ভবিষ্যৎ প্রকল্পের আওতায় রেলওয়ে ওভারপাস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সকল রেলওয়ে ওভারপাস নির্মাণের ফলে রেল ক্রসিংয়ে দুর্ঘটনা এবং যানজট অনেকাংশে কমে আসবে এবং সড়কে নিরাপদ ও নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করা যাবে।