বাসস
  ৩০ জানুয়ারি ২০২৩, ২০:২০

হবিগঞ্জে বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন

হবিগঞ্জ, ৩০ জানুয়ারি ২০২২ (বাসস): জেলার সদর উপজেলায় আজ হাজী মোহাম্মদ আলীমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
দুইকোটি ৯৫ লাখ টাকা ব্যায়ে ভবনটির নির্মানকাজ বfস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। 
আজ সোমবার বিকালে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ ভবনের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এনাম আহমেদ ও পরিচালনা করেন প্রধান শিক্ষক মো. হোসেন মিয়া।