বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৬

বাংলাদেশ থেকে তুরস্কে যাচ্ছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : তুরস্কে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকায় অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনার জন্য বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ১২ সদস্যের একটি উদ্ধারকারী দল আজ তুরস্কে যাচ্ছে। 
প্রধানমন্ত্রীর সানুগ্র নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ প্রেরিত সম্মিলিত সাহায্যকারী দলের সাথে পাঠানোর জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের এই উদ্ধারকারী দল প্রস্তুত করা হয়েছে। 
এই ১২ জনের মধ্যে রয়েছে, ১ জন উপপরিচালক, ২ জন সহকারী পরিচালক, ১ জন উপসহকারী পরিচালক, ১ জন সিনিয়র স্টেশন অফিসার, ১ জন লিডার এবং ৬ জন ফায়ারফাইটার।