বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫১
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শতভাগ মহার্ঘভাতা প্রদানের আহ্বান কর্মচারী ফেডারেশনের

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স (প্রেস ফেডারেশন)-এর এক যৌথ সভায় বিভিন্ন সংবাদপত্রে নির্বিচারে শ্রমিক-কর্মচারী ও সাংবাদিক ছাঁটাই অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও এই সভা থেকে, অস্থায়ী সকল শ্রমিক, কর্মচারী ও সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী স্থায়ী করণ এবং দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে অবিলম্বে শতভাগ মহার্ঘভাতা প্রদানের আহ্বান জানানো হয়।
আজ বুধবার বিকেলে রাজধানীর হাটখোলা রোডস্থ ‘কর্মচারী ফেডারেশনের’ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রেস ফেডারেশনের সভাপতি মো. আলমগীর হোসেন খান।