শিরোনাম
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইয়ে জড়িত থাকার দায়ে ২৯ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্বার করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব-২- এর একাধিক টিম রাজধানীর মোহাম্মপুর, আদাবর, হাজারীবাগ, ধানমন্ডি, তেজগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
র্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক বাসসকে এসব তথ্য জানান। তিনি জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।