বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৭
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৩

মাগুরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণি প্রদর্শনী

মাগুরা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে আজ দুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও দিনব্যাপী প্রাণি প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। 
মাগুরা সরকারি বালক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন। 
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হাদিউজ্জামান, প্রাণি সম্পদ বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক কানাই লাল স্বর্ণকার, সদর উপজেলা ভুমি কর্মকর্তা সাদ্দাম হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জহুরুল আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম প্রমুখ।
দিনব্যাপী এ প্রাণি প্রর্দশনীতে ৩২টি স্টলে উপজেলার বিভিন্ন খামারীরা তাদের উন্নত জাতের গরু, ছাগলসহ বিভিন্ন গবাদী পশু ও গৃহপালিত প্রাণি প্রর্দশন করেন। সদর উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও জেলা ভেটেরিনারি হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে।