শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে নেওয়া না নেওয়া নিয়ে সাংবাদিকরা ধূম্রজালের সৃষ্টি করেছেন।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের জমশেরপুর উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেন, খালেদা জিয়া দুটো দুর্নীতির মামলার আসামি ছিলেন। সেই মামলাগুলোতে তিনি দন্ডপ্রাপ্ত। যেহেতু তিনি দন্ডপ্রাপ্ত, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ দ্বারা তিনি নির্বাচন করতে পারবেন না।
আনিসুল হক আরও বলেন, খালেদা জিয়াকে তার ভাই শামীম ইস্কান্দারের আবেদনের প্রেক্ষিতে মানবিক কারণে মুক্তি দেওয়া হয়েছিল। আবেদনে বলা হয়েছিল, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার জীবন বিপন্ন। তার সুচিকিৎসার প্রয়োজন। সেই আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মানবিক কারণে দুটো শর্তে দন্ডাদেশ স্থগিত রেখে মুক্তি দিয়েছেন। শর্ত দুটো হচ্ছে-তিনি ঢাকায় নিজ বাসায় থেকে দেশে চিকিৎসা নিবেন এবং বিদেশ যেতে পারবেন না।
স্থানীয় জমশেরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নাছিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য শাহ আলম এডভোকেট, আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারোয়ার, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন প্রমুখ।