বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৬

নবাবগঞ্জে বোরো ধানের চারা রোপণ অনুষ্ঠান

ঢাকা (দক্ষিণ), ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের চারা রোপণ অনুষ্ঠান করা হয়েছে। সোমবার দুপুরে শোল্লা ইউনিয়নের উলাইল চক এলাকায় এ অনুষ্ঠান করা হয়। 
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন করেন। এতে এসএল-৮এইচ জাতের বুরো হাইব্রিড ধান সমলয় পদ্ধতিতে ৫০ একরের ব্লক প্রদর্শনীতে চারা রোপণ কর্মসূচি। 
প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান। সভাপতিত্ব করেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান কিসমত৷ 
বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবির প্রমুখ। উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাহাজউদ্দিন মিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন।