বাসস
  ০৮ মার্চ ২০২৩, ১৩:৩৭

সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৬ মরদেহ হস্তান্তর

ঢাকা, ৮ মার্চ, ২০২৩ (বাসস): রাজধানীর সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ১৮ জনের মধ্যে রাত ২টা পর্যন্ত ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৫০ হাজার, গুরুতর আহতদের পরিবারকে ২৫ হাজার ও সামান্য আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য,  মঙ্গলবার  বিকেল পাঁচটার দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারের নর্থ-সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের ক্যাফে কুইন ভবনের সাত তলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অজ্ঞাতনামাসহ ১৮ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা শতাধিক।