বাসস
  ১১ মার্চ ২০২৩, ১৬:৪১

আর্থ-সামাজিক উন্নয়নের প্রায় সকল সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : ফজিলাতুন নেসা ইন্দিরা

ঢাকা, ১১ মার্চ, ২০২৩ (বাসস) : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা গতকাল নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম তাঁকে স্বাগত জানান।
এসময় কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আর্থসামাজিক উন্নয়নের প্রায় সকল সূচকে বিশ্বের অনেক দেশের তুলনায় এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে তিনি জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারী ব্যাটালিয়নের ভূমিকা ও সাফল্যের কথা তুলে ধরেন।
শনিবার ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্য বিবরণীতে এ সংবাদ জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রতিমন্ত্রী সার্বিক সেবা কার্যক্রম অব্যাহত রাখতে কনস্যুলেটে কর্মরত সকলের প্রতি আহবান জানান।