শিরোনাম
সুনামগঞ্জ ১৩ মার্চ,২০২৩ (বাসস): জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের পুরাতন কালেক্টরেটস্থিত সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান্ শাহ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ।