শিরোনাম
ঢাকা, ২১ মার্চ, ২০২৩ (বাসস): পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম আজ বলেছেন, বাংলাদেশে মানবাধিকার র্চ্চার বিষয়ে যুক্তরাষ্ট্রের ২০২২ সালের কান্ট্রি রিপোর্টে কিছু "মৌলিক ত্রুটি ও ভুল" রয়েছে এবং ঢাকা সেগুলো ওয়াশিংটনের কাছে তুলে ধরবে।
তিনি এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, "আমরা মার্কিন পক্ষের কাছে এই ত্রুটিগুলি উত্থাপন করব যাতে আগামী বছরের প্রতিবেদনে এ ধরণের বিষয়ের উল্লেখ না থাকে।"
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন পর্যায়ে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক হবে যেখানে ঢাকা বিষয়টি নিয়ে আলোচনা করবে।
আলম বলেন, প্রতিবেদনে "বিতর্কিত" অধিকার বিষয়ক সংস্থা ‘অধিকার’ এর মতো উন্মুক্ত উৎস ব্যবহার করা হয়েছে যেটির কার্যক্রম বাংলাদেশে স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, বারবার ত্রুটি-বিচ্যুতি থাকলে এ ধরনের প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়। "আমরা এটি আরও খতিয়ে দেখব যে, কোনও সমস্যা আছে কিনা যা আমাদের বিবেচনায় নেয়া দরকার।"
প্রতিমন্ত্রী বলেন, ঢাকা আশা করে যে, অন্যান্য সব দেশও বাংলাদেশে নিবন্ধিত নয় এমন সংগঠন থেকে দূরত্ব বজায় রাখবে।