শিরোনাম
ঢাকা, ২২ মার্চ, ২০২৩ (বাসস): সরকার নিবন্ধিত হজযাত্রীদের জনপ্রতি ১১ হাজার ৭২৫ টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি সরকার বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের জন্য সেবার মূল্য হ্রাস করায় সরকার এই সিদ্ধান্ত নিল।
অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হিজরি ১৪৪৪/২০২৩ সনের হজের জন্য ঘোষিত প্যাকেজে অন্তর্ভুক্ত মিনার ৪টি (এ, বি, সি, ডি) ক্যাটাগরির বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের জন্য রাজকীয় সৌদি সরকার কর্তৃক হ্রাস করায় নিবন্ধিত সম্মানিত হজযাত্রীগণ অর্থ ফেরত পাবেন।’
সরকারি ব্যবস্থাপনায় যারা ইতোমধ্যে নিবন্ধিত হয়েছেন তাদেরকে হ্রাসকৃত প্যাকেজ মূল্যের অর্থ ঢাকার হজ অফিস থেকে খাবারের মূল্য ফেরত দেয়ার সময় একসাথে ফেরত দেয়া হবে।
সরকারি ব্যবস্থাপনার ন্যায় বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের ফেরতযোগ্য জনপ্রতি ১১ হাজার ৭২৫ টাকা নিবন্ধনকারী হজ এজেন্সিকে হজযাত্রীদের ফেরত দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।