ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের পরলোকগমনে প্রধানমন্ত্রীর শোক

২৪ এপ্রিল ২০২৩, ১২:১৩ | বাসস

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৩ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐক্য ন্যাপের সভাপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পঙ্কজ ভট্টাচার্য গতরাত ১২টা ২৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।