বাসস
  ২২ মে ২০২৩, ২১:৫৯

দেশের উন্নয়ন অগ্রগতি চলমান রাখতে নৌকা মার্কায় ভোট দিন : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

গাজীপুর, ২২ মে, ২০২৩ (বাসস): আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রধান সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, দেশের উন্নয়ন অগ্রগতি চলমান রাখতে নৌকা মার্কায় ভোট দিন। প্রধানমন্ত্রী আপনাদের একজন সৎ ও যোগ্য প্রার্থী দিয়েছেন। আমি বিশ^াস করি আজমত উল্লা খান মেয়র হলে গাজীপুর একটি উন্নত ও সমৃদ্ধ সিটি কর্পোরেশন হবে।
সোমবার টঙ্গীর শ্রমিক অধ্যুষিত বিসিক এলাকায় নির্বাচনী প্রচারে উন্ডি গ্রুপের একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভোটের জন্য গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।   
তিনি আরো বলেন, আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট গ্রহণকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী আজমত উল্লা খানকে নৌকায় ভোট দিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত ও স্মার্ট নগরী গড়ে তোলার সুযোগ করে দিবেন। 
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও উন্ডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ্ উদ্দিন চৌধুরী প্রমূখ।