বাসস
  ২৪ মে ২০২৩, ১৪:৫৬

‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেয়ার আহ্বান বাসস প্রধানের

ঢাকা, ২৪ মে, ২০২৩ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে আধুনিক ডিজিটাল প্রযুক্তির সাথে মানিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নীতি ও গতিশীল  নেতৃত্বে ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করেছে। বাসস-এ আমরা ইতোমধ্যেই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমাদের পরিষেবাগুলো আধুনিকায়ন করেছি।’
আজাদ রাজধানীর বাসস বোর্ড রুমে ‘ই-গভর্ন্যান্স অ্যান্ড ইনোভেশন অ্যাকশন প্ল্যান’-এর উপর এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ডিজিটাইজেশন এড়ানোর কোন সুযোগ নেই, তাই তিনি সবাইকে আন্তরিকভাবে প্রশিক্ষণ নিতে বলেন।
বাসস প্রধান আরো বলেন, ‘আমাদের জীবনকে প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ভাবিত ‘ডিজিটাল বাংলাদেশে’ পেশাগত দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই।’
কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন বাসসের ব্যবস্থাপনা সম্পাদক আনিসুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন অনলাইন ইনচার্জ ও চিফ ইনোভেশন অফিসার (সিআইও) তানজিম আনোয়ার।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিস্টেম অ্যানালিস্ট মোঃ মাহবুবুল কবির সিদ্দিকী রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন এবং বাসস-এর প্ল্যানিং, ডেভেলপমেন্ট ও অ্যাডমিন প্রধান মোহাম্মদ আলী খান অপু কর্মশালা পরিচালনা করেন।
আনিসুর রহমান এ কর্মশালা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এটি একটি ফলপ্রসূ কর্মশালা- যা বাসস এর ক্লায়েন্টদের আরো ভাল সেবা প্রদান নিশ্চিত করতে নতুন উদ্ভাবনী আইডিয়া গ্রহণে সহায়ক হবে।’
তিনি আরো বলেন, ‘উদ্ভাবন একটি চলমান প্রক্রিয়া। আমাদের ক্লায়েন্টকে আরো ভাল সেবা প্রদানে আমরা সর্বদাই নতুন আইডিয়া গ্রহণ করছি।’